ছট ঘাটের সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যার কাজ চলছে জোড় কদমে

রাত পোহালেই ছট পুজো। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যায় কাজ চলছে জোড়কদমে।

জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, নেতাজী পরেশ মিত্র কলোনী করোলার ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে তারই প্রস্তুতি। শহরের কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেটে বাঁশের তৈরি কুলা এবং ডালি সহ ছট পূজার বিভিন্ন সামগ্রী কিনতে দেখা গেল ক্রেতাদের। বাজার ভালো জানালেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় এ বছর কুলার দাম অনেকটাই বেশি বলে তারা জানান।