বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই জেলবন্দি তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য।
দীর্ঘ প্রায় দু’বছরের মধ্যে বহুবার জামিনের আবেদন করেছেন মানিক। মানিকের জামিনের মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই বার শুনানিতে আদালতে মানিকের জামিনের বিরোধীতা করে ইডি জানিয়েছিল, মানিকের ছোট ভাইই তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। সেই শুনেই কেঁদে ফেলেন মানিক।
কেন তার বিরুদ্ধে চার্জশিট গঠনের সময়ে ইডি দাবি করছে যে, তাদের তদন্ত চলছে এই প্রশ্ন তুলে ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন মানিক। তার বিরুদ্ধে ইডির কাছে কোনও প্রমাণ নেই বলেও আদালতে দাবি করেছিলেন। আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। কিন্তু জামিন মঞ্জুর হয়নি।