বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফর হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক।
এবার ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, দিনদিন ওজন কমে যাচ্ছে তার মক্কেলের। বার বার শরীর খারাপ হচ্ছে। কিডনির সমস্যা হচ্ছে তার। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে। এই জন্য বাইরে চিকিৎসা করানো প্রয়োজন।
অভিযুক্তর আবেদনের তীব্র বিরোধীতা করেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি মামলায় এখনই ‘প্রভাবশালী’ বালুকে হেফাজত থেকে ছাড়তে নারাজ ইডি। ইডির তরফে পাল্টা বলা হয়, ‘ইডি-র হাসপাতালে ওর চিকিৎসা হচ্ছে। বাইরে চিকিৎসার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’