বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জামিনের আবেদন করেও মেলেনি সুরাহা। এরই মধ্যে জানা যাচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা ঢুকবে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্কে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর তিনটি ফিক্সড ডিপোজিটে মোট পনেরো লক্ষ টাকা ম্যাচিওর হয়েছে, ম্যাচুরিটির টাকা পার্থর অ্যাকাউন্টে নেওয়ার জন্য আবেদন করেছেন পার্থর আইনজীবী।
জানা গিয়েছে পার্থর নামে তিনটি ফিক্সড ডিপোজিট আছে। যা ২০১৯ সালে করা হয়েছিল। এক একটি ৫-৬ লক্ষ টাকার FD। আগামী ৮ সেপ্টেম্বর পার্থর জামিনের শুনানি হবে। ওদিকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ওই ৬ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।