কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ আবেদন শুনবে শীর্ষ আদালত

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত মামলায় কলকাতা হাই কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতির দেওয়া সেই নির্দেশের পরও দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর।

এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী প্রয়োজন তা জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। এইসব অভিযোগ তুলেই এবার আদালত অবমাননার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেবল শিশির পুত্রই নয়, এই একই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীও। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। অন্যদিকে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছি সুপ্রিম কোর্টে গিয়েছেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা যাচ্ছে আজ মঙ্গলবার সেই আবেদন শুনবে শীর্ষ আদালত।