আগামী কদিনে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্বে থাকা ঘূর্ণাবর্তটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরছে ৷ ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ।

পাশাপাশি তুমুল বৃষ্টি হবে পড়শি রাজ্য ওড়িশাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অধিক বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আকাশের মুখভার। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি চলছে। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।