বাংলা ভাগের বিরোধিতা করে পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। এদিন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে বাংলা ভাগের বিরোধিতা সহ অন্যান্য কর্মসূচি নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে।
রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেন, “রায়গঞ্জ শহরে একটি মিছিল সহ কর্মী সভা অনুষ্ঠিত করলাম।” তিনি আরো বলেন “আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাটাকে ভাগ করার একটা ষড়যন্ত্র চলছে এবং জাতিভিত্তিক রাজ্য তৈরি করার ষড়যন্ত্র। আমরা সেই জাতিভিত্তিক রাজ্য গঠনের বিরোধী। এবং এই শান্তি ও সম্প্রীতিতিতে গড়া বাংলার মানুষরা কোনদিনই মেনে নেবে না। তাই জলপাইগুড়ির রায়গঞ্জে একটি মিছিলের মধ্য দিয়ে উত্তরবঙ্গ বাসীদের বার্তা দিলাম আমরা বাংলা ভাগ মানছি না মানবো না। “
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় সভাপতি পার্থ বিশ্বাস,অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সঞ্জীবন মন্ডল,রাজ্য সভাপতি অধীর বিশ্বাস, কেন্দ্রীয় সহ-সভাপতি ভজহরি রায়,রাজ্য সম্পাদক ভীমচন্দ্র সরকার, উত্তর দিনাজপুর জেলা সভাপতি সরোজ রায়,চোপড়া ব্লক সভাপতি বিমল কুমার বিশ্বাস,এছাড়াও রায়গঞ্জ মিছিল ও কর্মী সভার আহ্বায়ক যতীন হালদার সহ অন্যান্যরা।