নতুন বছরের শুরুতে নতুন সুখবর ছিল। উঠতে থাকা একাধিক অভিযোগের মাঝেই, ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে। কিন্তু এরই মাঝে ডিএলএড কোর্সে আপাতত ভর্তি নয়৷ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য এখন আর কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০২২ সালে যে ডিএলএড কোর্স শুরু হয়েছিল, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটি-র গাইডলাইন মেনে এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রয়োজন ২০০টি কর্মদিবসের৷ কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত ২৮ ডিসেম্বর নতুন করে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানুয়ারির প্রথম থেকে আবেদন গ্রহণ করাও শুরু হয়েছে। ৬ জানুয়ারি আবেদনের শেষ দিন।
অভিযোগ, এই শিক্ষাবর্ষ শেষ হতে এখনও কয়েক মাস বাকি। অভিযোগ উঠেছে আবেদন ফি নিয়েও৷ মামলাকারীদের দাবি, এই কোর্সের ভর্তির জন্য জেনারেলদের ক্ষেত্রে ৩০০ টাকা ও তপসিলি জাতি ও উপজাতির জন্য লাগে ১৫০ টাকা। কিন্তু এই শিক্ষাবর্ষে নতুন করে আবেদনের জন্য নেওয়া হচ্ছে ৩০০০ টাকা। যা নিয়ে ঘোরতর আপত্তি তুলেছেন প্রার্থীরা৷