দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। শীতে বেশিরভাগ মানুষ শুধু ঘুরতে নয় পিকনিক করতেও দিঘা যায়। যার কারণে ভিড়ের পরিমাণ আরও বেশি। ফলে বাড়ছে সমস্যাও।
আসলে মানুষ পিকনিক করতে এসে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে। তাই দিঘা বেড়াতে গেলে অনেক পর্যটকেরায় সমস্যায় পড়বেন। এই বিষয়টি মাথায় রেখে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ পর্যটকদের সচেতন করার কাজ শুরু করে দিয়েছে।
জানানো হয়েছে, ‘যারা পিকনিক করতে আসছেন তারা বনভোজনের আনন্দ উপভোগ করার সঙ্গে যেন পরিবেশেরও খেয়াল রাখেন। আপনাদের ব্যবহৃত থালা, বাটি, প্লাস্টিকের গ্লাস, মশলার প্যাকেট ইত্যাদি যেখান-সেখান ফেলবেন না। আমাদের সহকর্মীরা আপনাদের যেখানে আবর্জনা ফেলতে বলবে আপনারা যেন সেইমতো কাজটি করেন’।