হাজিরা দিতে হবে অভিযুক্তকে, নির্দেশ আদালতের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আসানসোলের বিশেষ আদালতে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে।

কবে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে? সিবিআই আর কোনও চার্জশিট জমা দেবে কিনা? এমন একাধিক প্রশ্নের মুখে পড়ে তদন্তকারী সংস্থা। বিচারপতি রাজেশ চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, আর দেরি করতে চায় না আদালত। শুনানিতেই সকল অভিযুক্তকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে ৪৩ জনের মধ্যে ৪০ জন হাজির হলেও, বাকি ৩ জন এদিন আসেননি। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার এবং বাকি দু’জন শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি বলে জানান তাঁদের আইনজীবী। আগামী শুনানিতে দু’জনকে উপস্থিত থাকতেই হবে বলে জানান বিচারপতি রাজেশ চক্রবর্তী। দরকার হলে অ্যাম্বুলেন্স করে হলেও তাঁদের হাজির করাতে হবে বলে নির্দেশ দেন তিনি।