শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এর তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ।শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর শুভ সূচনা হয়।এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন,দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল,এসডিও অবধ সিংহল,শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার,এমএমআইসি দিলীপ বর্মন,সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টা হিসেবেই এই চ্যাম্পিয়নশিপ।

অপরদিকে লয়েন অর্ডার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রীও যে কারণে তিনি সমস্ত বিষয়বস্তুকে খতিয়ে দেখেন এবং নিজের হাতে সবটা তত্ত্বাবধান করেন যে কারণে বহুবার জনসমক্ষে পুলিশ প্রশাসনকে ধমক দিতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে যার ফলে এ বাংলা লয়েন অর্ডারের দিকে যথেষ্ট এগিয়ে এবং তৎপর।