পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির চতুর্বিংশ নাট্য মেলা আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর হতে চলেছে বালুরঘাটে। আজ বালুরঘাট রবীন্দ্রভবনে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের নাট্য দলগুলির সামনে এই কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি দক্ষিণ দিনাজপুরের সদস্য সুরজিৎ ঘোষ। ছিলেন অথবা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল। এই নাট্য মেলায় রঘুনাথগঞ্জ, বহরমপুর, উত্তর দিনাজপুর, বুনিয়াদপুর, এবং দমদমের নাট্যদল অংশ নেবে। সভায় উপস্থিত প্রতিটি নাট্য দলের সদস্যরা জানান সম্মিলিতভাবেই এই নাট্য মেলা সফল করতে হবে।
নাট্য মেলার বিভিন্ন দিনে যে নাটকগুলি হবে সেগুলি হল ১৭ ডিসেম্বর রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের ‘বৃষ্টি এলো’,১৮ ডিসেম্বর বহরমপুর রঙ্গভূমির ‘অপহরণ’, দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের ‘এখনো মানুষ’, ১৯ ডিসেম্বর রঘুনাথগঞ্জ নাট্য নিকেতনের ‘কূর্ম দৃষ্টি’, প্রান্তিকের ‘বিরহের অন্তরালে’,২০ ডিসেম্বর উত্তর দিনাজপুর অন্যজন নাট্য সংস্থার ‘না’, বুনিয়াদপুর অরণী নাট্য সংস্থার ‘মুকাদ্দার কা সিকান্দার’,২১ ডিসেম্বর দমদম শব্দ মুগ্ধের ‘মায়ামৃদঙ্গ’।