বদলাতে পারে পরীক্ষার সময়সীমা

করোনা আবহের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ জেইই মেন ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট সংঘাতের জেরে বদলে যাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ কেননা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে থাকেন৷ এবছর ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা থাকলেও সূচিতে বদল আসতে পারে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে বলে খবর৷

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি একদিনে পড়ে যাওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ সেই বিভ্রান্তি নিয়ে নবান্নে বৈঠকে বসেন আধিকারিকরা৷ সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি কিছুটা পরিবর্তন করা হতে পারে৷  অন্যদিকে, আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে পরীক্ষার্থীদের যেন কোন অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং, মিছিল, বিক্ষোভ না করার আবেদন জানিয়েছেন৷ আজ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আন্দোলন-বিক্ষোভের জেরে এর আগে নানান সমস্যার মুখোমুখি হয়েছে রাজ্য৷ সেই সমস্যা যাতে এড়িয়ে চলা যায়, তারও পরামর্শ দেন তিনি৷