বাড়ছে আতঙ্ক, গত বছর শেষ থেকেই একের পর এক ভূমিকম্পের খবর আসছে। একাধিক জায়গায় একাধিকবার দেখা দিয়েছে ভূমিকম্প। তবে এর আগে ক্ষয় ক্ষতির পরিমাণ ছিল কম। এবার ইরানে ভয়ানক ভূমিকম্প হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ইরানের সরকার তরফে জানানো হয়েছে, তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প হয়েছে এবং ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতিমধ্যেই সাতজনের মৃত্যু হয়েছে সেখানে এবং আহত ৪০০-র বেশি মানুষ। সাতজনের মৃত্যুর খবর এখন জানা গেলেও এই সংখ্যা যে আরও বাড়তে পারে তা আশঙ্কা করা হচ্ছে স্বাভাবিকভাবেই। তবে শুধু যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, দেশের পার্শ্ববর্তী কিছু দেশের কয়েকটি শহরেও এই কম্পন অনুভূত হয়েছে। এও জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল।
কম্পনের পর উদ্ধার কাজ দ্রুত শুরু হয়েছিল ঠিকই কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য সেই কাজ ব্যাহত হচ্ছে। খবর মিলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। তার কারণেই উদ্ধার কাজ জলদি সারা যাচ্ছে না আর এতেই মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মনে রাখতে হবে, ইরান এমন একটি দেশ যেখানে প্রায় প্রতিদিনই অল্প হলেও ভূমিকম্প হয়। এর আগে একাধিকবার বড় বড় মাপের ভূমিকম্পে প্রায় হারিয়েছেন কয়েক হাজার মানুষ।