বেড়ে চলেছে তাপমাত্রার পারদ, ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস

বিগত বেশকিছুদিন ধরে অনবরত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া, কখনো একনাগাড়ে ভারী বৃষ্টি তো আবার কখনো তাপমাত্রার পারদ শীর্ষে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণের কিছু জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে হাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার দ্বারা উত্তর-পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে। তাই আগামী ৫ দিনে দু’-একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।