বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিরাট সুখবর।
জানা যাচ্ছে এবার বাংলার শিক্ষক-শিক্ষিকাদের বিরাট সম্মান দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা কমিশন। যার দ্বারা শিক্ষকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মান দেওয়া হবে সেই সকল শিক্ষকদের যারা বছরের পর বছর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদের কৃতী করে তুলছেন, জীবনের পথে এগিয়ে দিচ্ছেন, সেইসব শিক্ষক শিক্ষিকাদের জন্য।
স্কুল শিক্ষা কমিশন আয়োজিত এই সম্মানের নাম শিক্ষারত্ন সম্মান। এই সন্মান পেতে শিক্ষকদের আবেদন করতে হবে। ফর্ম ফিলআপ চলবে আগামী ১০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। ‘www.wbdse.com’ এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে।