রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এরই মাঝে ফের নিয়োগে বাধা৷ স্কুলে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে আরও একবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ১ ডিসেম্বর পর্যন্ত কোনও রকম নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই মামলায় এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
অন্য দিকে, হাই কোর্ট অসন্তোষ প্রকাশের পর কমিশনের আইনজীবী আদালতকে জানায়, আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া শিক্ষকদের হয়ে আর সওয়াল করবে না কমিশন। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগের জন্য যাঁদের ইতিমধ্যেই সুপারিশপত্র দেওয়া হয়ে গিয়েছে, তাঁদেরও নিয়োগপত্র দিতে মধ্যশিক্ষা পর্ষদকে নিষেধ করেছে উচ্চ আদালত।
আগামী ২৮ নভেম্বরের মধ্যে আদালতে সেই হলফনামা জমা দিতে হবে। ৩০ নভেম্বর হবে পরবর্তী শুনানি। এ দিকে আদালতে প্রশ্নের মুখে কিছুটা পিছু হটল এসসএসসি। তাদের আইনজীবী জানিয়ে দিলেন, অতিরিক্ত শূন্যপদে বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগের আবেদন তারা প্রত্যাহার করে নেবে। কমিশনের আইনজীবী জানান, এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে লিখিত নির্দেশিকাও চলে এসেছে।