বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আদালতে চলছে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা।
এবার স্কুল সংক্রান্ত এক জনস্বার্থ মামলাতে রাজ্যকে বড় নির্দেশ হাই কোর্টের। প্রায় একবছর হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া জুনিয়র হাই স্কুলে পড়ুয়া ভর্তি বন্ধ। সেই আদিবাসী এলাকায় বন্ধ স্কুল খুলতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
গত বছর শিক্ষকের অভাবে ওই স্কুল বন্ধ হয়ে যায়। যার জেরে সমস্যায় পড়ছিল পড়ুয়া। এই নিয়ে মামলা হলে অবিলম্বে সেই শিক্ষক নিয়োগ করে পঠনপাঠন চালু করার নির্দেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, প্রয়োজনে বাইরের স্কুল থেকে শিক্ষক এনে স্কুল চালু করতে হবে রাজ্যকে।