দীর্ঘ তদন্তের পর ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

পশ্চিমবঙ্গে চলতে থাকা একাধিক দূর্নীতির মাঝেই, তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের অভিযোগে তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি, তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাত ২টো নাগাদ একটি গাড়িতে করে তাঁকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া মেডিক্যাল পরীক্ষার জন্য। তার পিছন পিছন তিনটি গাড়িতে বিভিন্ন নথিপত্র নিয়ে যান তদন্তকারী অফিসাররা।

প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ নেতা সেন্থিল বালাজির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ পেয়ে মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এই নেতার চেন্নাই এবং তামিলনাড়ুর একাধিক কার্যক্ষেত্রে তল্লাশি অভিযান চালায় ইডি। বালাজির বাসভবন ওমানদুরার সরকারি এস্টেটের সামনে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে।