ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সেন্টার ফর কালচারাল রিসোর্স এন্ড ট্রেনিং বিভাগ থেকে ২০২১-২২ সালে মূকাভিনয় বিষয়ে সিনিয়র ফেলোশিপ সন্মানের জন্য মনোনীত হয়েছেন কোচবিহারের মূকাভিনয় শিল্পী স্বাগত পাল। কোচবিহার জেলায় মূকাভিনয় চর্চায় স্বাগত পালই প্রথম শিল্পী জিনি এই ফেলোশিপ পেলেন। উল্লেখ ছোটবেলা থেকেই মূকাভিনয়ের সাথে যুক্ত স্বাগত বাবু।কোচবিহারের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী প্রয়াত শংকর দত্তগুপ্তের কাছে তার মূকাভিনয় চর্চার শুরু। পরবর্তী সময়ে যোগেশ দত্ত এবং মুকুল দেবের কাছে তালিম নেন তিনি। সান্নিধ্য পেয়েছেন নিরঞ্জন গোস্বামীর। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা স্বাগত বাংলাদেশের চ্যাপলিন আর্ন্তজাতিক মূকাভিনয় উৎসবে অংশ নিয়েছিলেন। এরপাশি রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মূকাভিনয় প্রদর্শন করেছেন তিনি। এহেন স্বাগতের এই জাতীয় ফেলোশিপ প্রাপ্তিতে খুশি কোচবিহারের সাংস্কৃতিক মহল। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক শিল্পের বিভিন্ন বিভাগের শিল্পীদের জাতীয় ফেলোশিপ প্রদান করে প্রতি বছর। বিভিন্ন বিভাগের সেরা শিল্পীদের এইজন্য বেছে নেওয়া হয়। সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটে তার ফল প্রকাশ করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও মনোনীত করা হয়েছে বিভিন্ন বিভাগের শিল্পীদের। সেখানেই ভারতবর্ষ থেকে এবছর একমাত্র মূকাভিনয় শিল্পী হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন। কোচবিহার থেকে মূকাভিনয়ে তিনিই প্রথম জাতীয় ফেলোশিপ পাওয়া শিল্পী।
Related Posts
কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন
মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাদের বসার জন্য যেন আরেকটি ঘর তৈরি করে দেওয়া হয়।আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে নতুন ঘর তৈরির আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সেই আশ্বাস মতো আজ পুজো করে নারকেল ফাটিয়ে বুধবার বিকেল ৪টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন…
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের…
কোচবিহারে পঞ্চবটি বন
পঞ্চবটি বন গড়ে তোলার লক্ষ্যে কোচবিহার বিসর্জন ঘাটে বৃক্ষরোপণ শুরু করল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার কর্ণধার বিনয় দাস বলেন, ১৮৮৭ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় কোচবিহার শহরকে প্রথম সুপরিকল্পিত নগর হিসেবে রূপায়িত করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ন। তিনি সেই সময় সমস্ত শহরকে…