অবাক কান্ড, চাকরি পেয়েও যোগদান করলেন না বহু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তৃণমূলের বহু নেতা।

এরই মধ্যে সামনে এল একেবারেই বিপরীত চিত্র। হাতে পাকা সরকারি চাকরি পাওয়ার পরও তাতে যোগ দিলেন না বহু আবেদনকারী। জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০০৯ সালের বিজ্ঞপ্তির প্যানেলভুক্ত ১৫০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মধ্যেই ৬২২ জনই শিক্ষক পদে যোগদান করেননি।

যা দেখে অবাক পর্ষদ কর্তারাও। পর্ষদের এক কর্তার কথায়, হয়তো এত দিনে অন্য কোনও চাকরিতে ওই প্রার্থীরা জয়েন করে নিয়েছেন। এবার এই শুন্যপদ গুলি ঠিক কিভাবে পূরণ করা হবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।