তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম একটি লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্ৰতি মাসে ৫০০ টাকা করে পান বাংলার মহিলারা।
এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যেই প্রকল্প মহিলাদের জন্য সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এক পুরুষ। হ্যাঁ এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও মনোরঞ্জন দে জানান, “অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না।”
তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে এই বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি প্রকল্পের সব টাকা ফিরিয়ে দেন প্রশাসনকে।