জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায় গবেষণার জন্য ডাক পেয়েছে। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সে। অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গবেষণা করার জন্য আগামী আগস্ট মাসে আমেরিকায় উড়ে যাবে সুরঞ্জনা। এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাকে। এর জন্য সুরঞ্জনাকে প্রতিবছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ্য টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই খুশি সুরঞ্জনা। গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করতে চায় সে।এদিকে আমেরিকায় গবেষণার সুযোগ পাওয়ায় খুশি সুরঞ্জনার আত্মীয় স্বজনের পাশাপাশি ময়নাগুড়িবাসী।
Related Posts
মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৌধ স্মারকের উন্মোচন করা হলো আজ
“আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র। তাদের জন্য ভাষা সৌধ নির্মাণ করা হয় বাংলাদেশে। আজ একুশে ফেব্রুয়ারি ইসলামপুর টাউন লাইব্রেরী হল প্রাঙ্গণে ভাষা সৌধ স্মারক এর শুভ উন্মোচন…
অক্সিজেন দম্পতিকে সংবর্ধিত করা হল আজ
অক্সিজেন দম্পতিকে দেওয়া হল সংবর্ধনা। করোনা অতিমারিতে শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মা অক্সিজেন পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেকারণেই জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা উত্তরবঙ্গের অক্সিজেন দম্পতি শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মাকে জলপাইগুড়ি…
11th accused of Ramkrishna Mission land grabbing arrested from Siliguri
Siliguri, 10th June (Retd.). Bhakti Nagar police has arrested one more person in connection with the land grabbing of Ramakrishna Mission in Siliguri. The arrested person has been identified as Sushant Das (52), a resident of Milan More area of…