জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায় গবেষণার জন্য ডাক পেয়েছে। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সে। অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গবেষণা করার জন্য আগামী আগস্ট মাসে আমেরিকায় উড়ে যাবে সুরঞ্জনা। এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাকে। এর জন্য সুরঞ্জনাকে প্রতিবছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ্য টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই খুশি সুরঞ্জনা। গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করতে চায় সে।এদিকে আমেরিকায় গবেষণার সুযোগ পাওয়ায় খুশি সুরঞ্জনার আত্মীয় স্বজনের পাশাপাশি ময়নাগুড়িবাসী।
Related Posts
শিলিগুড়িতে পরিত্যক্ত প্লাস্টিক সরঞ্জামের পরিবর্তে মিলবে চাল, ঘোষণা কাউন্সিলারের
ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও চিপসের পাউচ এর পরিবর্তে এক কেজি করে চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয়া বসুর। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওর্য়াড কমিটি পথে নামেন। শনিবার ২০ নম্বরের অধীন…
Union health ministry decided would set up two oxygen plants at north Bengal hospitals
The Union health ministry has assigned two central agencies to set up two oxygen plants at the district hospitals of Darjeeling and Kalimpong and decided conduct the projects. On Friday,the BJP MP of Darjeeling Raju Bista said that Pressure Swing…
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাজুলিতে অল্টো
মাথাভাঙ্গা ময়নাগুড়ি ১২ নং রাজ্য সড়কে চৌরঙ্গি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি রাস্তার পাশে ডোবায় পরে যায় ।প্রত্যক্ষদর্শীরা জানান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডোবায় পরে যায়।গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না , চালক গুরুতর আহত হয়…