লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সিবিআই এর আবেদনে সায়। বাংলায় গত বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।
সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ‘ভোট পরবর্তী হিংসার কারণে’ খুন এবং ধর্ষণের অভিযোগে একগুচ্ছ মামলা দায়ের হওয়র পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
এদিন বিচারপতি সঞ্জয় কারোল এই মামলা সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকে এ বিষয়ে ব্যক্তিগত ভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে বলে জানিয়েছে। আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি।