তৃতীয়বারের জন্য ফের মহাকাশ অভিযান মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। এবার তার গন্তব্য কোথায় জানেন? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। জুন মাসের প্রথম সপ্তাহে তিনি রহনা দেবেন। তবে এবার আর একা নয়, এবার তার সফল সঙ্গী হতে চলেছে আরও এক মহাকাশচারী। যার নাম বুচ উইলমো।
সম্প্রতি নাসার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বোয়িংয়ের ক্রু ফ্লাইটের প্রস্তুতি একেবারে শেষের মুখে৷ সবকিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী শনিবার দুপুর ১২টায় যাত্রা শুরু হবে। বিকল্প হিসাবে রাখা হয়েছে আরও কয়েকটি সূচি। তবে মহাকাশযান নির্মাণে এরআগে নানান সমস্যা দেখা গিয়েছে। মহাকাশ যাত্রার সূচিও একাধিকবার পরিবর্তন হয়েছিল৷ তবে এবার প্রযুক্তিগত ভালো করে বিবেচনা করেই উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছে নাসা।