বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

সম্প্রতি এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের এজি আদালতে দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই।

বীরভূমে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বটে। সেই প্রেক্ষিতেই আদালতে এনআইএ তদন্তের দাবি তোলা হয়। আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, বীরভূমের নানুরে ১.৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছিল। মানুষের জীবনহানির মত ঘটনা ঘটে যেতে পারতো। তাই কে বা কারা এটা করল তা জানতে অবশ্যই এনআইএ তদন্তের প্রয়োজন। তবে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানান, চার্জশিট ফাইল হয়ছে। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ তদন্ত করছে এবং আপাতত জানা গিয়েছে যে কালীপূজোর বাজির মশলা ছিল। তাই এনআইএ তদন্তের কোনও দরকার নেই। অন্যদিকে আবার পাঁশকুড়ায় বোমা উদ্ধারের ঘটনায় রাজ্যের সব রিপোর্ট কেন্দ্রের মাধ্যমে এনআইএ-কে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।