সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান, দলীয় কর্মী-সমর্থকরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ গ্রেফতার করছে। এটাই পারে পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশকে সংবিধান মনে করিয়ে দিতেই কোচবিহারে আসা।’পরে দিনহাটায় আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুরে তাঁরা প্রথমে সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ে যান। সেই কার্যালয় ঘুরে দেখার পর যান দক্ষিণ কালমাটি গ্রামে। আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পর তৃণমূল নেতা উদয়ন গুহ ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত।