আগামী ১৩ নভেম্বর মাদারিহাট সহ রাজ্যের ছ’টি আসনে উপনির্বাচন। তার মধ্যে একটি বিজেপি এবং পাঁচটি তৃণমূলের ছিল। দু’দলই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়নে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের । এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি জানান, মাদারিহাট আমাদের শক্ত ঘাটি। শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি ফের জিতবে। অন্যদিকে কোচবিহারের ঘটনা নিয়ে তার কটাক্ষ, অরাজকতার রাজত্ব করেছে তৃণমূল।
আগামী বিধানসভা নির্বাচন আসলে সেখানে বিজেপিই জিতবে। গত পরশু জুনিয়র চিকিৎসক ও মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে তিনি মন্তব্য করেন, জুনিয়রদের অধিকাংশ দাবি ন্যার্য।, সেগুলি পুরণ হওয়া উচিত। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। বিটিডাবলু নিয়েও কড়া মন্তব্য করে তিনি দাবি করেন বিজেপির কোনো নিজস্ব শ্রমিক সংগঠন নেই। অন্যদিকে ধীরাজ ঘোষকে নিয়েও তিনি কড়া মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মনোজ টিগ্গা। পরবর্তীতে লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গা প্রার্থী হয়ে সাংসদ হন। স্বাভাবিকভাবেই তাঁকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। তখন থেকেউ মাদারিহাট কেন্দ্র বিধায়ক শূণ্য। সেই কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। এবার এই কেন্দ্রের প্রার্থী রাহুল লোহার। যদি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে এবারও এই কেন্দ্র থেকে বিজেপিই জিতবে বলে দাবি সুকান্ত মজুমদারের।