রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে এখন শিরোনামে রয়েছে সুকান্ত আচার্য।
জানা যাচ্ছে, ২০১৬ সালে বেহালা পশ্চিম আসন থেকে জিতেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ভোটে বেহালা পশ্চিম আসনে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ছিলেন ডব্লিউবিসিএস আধিকারিক সুকান্ত আচার্য। পরে শপথ নিয়ে পার্থ শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী হতেই দেখা যায়, তাঁর দফতরে যোগ দিয়েছেন সুকান্ত। সুকান্ত আচার্য তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক এবং অফিসার অন স্পেশাল ডিউটি।
পার্থর টেবিলে তিনিই ফাইল সাজিয়ে দিতেন। সেই সুকান্ত আচার্যর ব্যারাকপুরের বাড়িতে হানা দিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি সুকান্ত আচার্যকেও আটক করেছিল ইডি। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে পার্থর সমন্বয়ের সেতু ছিলেন সুকান্ত।