আচমকাই এক অবাক দৃশ্য বাংলার আকাশে

বাংলার আকাশে আচমকাই এক অবাক দৃশ্য দেখা গেলো। আচমকাই বঙ্গের আকাশে দেখা গিয়েছে এক রহস্যময় আলো! বাংলার একাধিক জেলার পথ চলতি সাধারণ মানুষ আকাশে এমন আলো দেখতে পেয়েছেন বলে খবর। এমনিতেই এখন শীতের সময়। খুব তাড়াতাড়ি বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে যায়, চারিদিক অন্ধকার হয়ে পড়ে। এদিন সন্ধ্যের সময়তেই আকাশে এই আলো দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। যদিও কথা থেকে এই আলো এল তা স্পষ্ট নয় এবং কেউই আপাতত কোনও ব্যাখ্যা দিতে পারছে না।

তবে প্রত্যক্ষদর্শীরা যেমন জানাচ্ছেন তাতে অনেকের ধারণা কোনও বিমানে আগুল লেগে থাকতে পারে। তারই হয়তো শিখা কোথাও থেকে বেরচ্ছে এবং আকাশে এমন রহস্য তৈরি করেছে। যারা এই আলো প্রত্যক্ষ করেছেন তাদের বক্তব্য, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি এবং তার ওপরের দিকে মুখ ছিল। দেখতে অনেকটা টর্চ লাইটের মতো লাগছিল।

যদিও বিমানে আগুন লাগার বিষয়টি অনেক বিশ্লেষক মানতে চাইছেন না। কারণ সেই আগুনের শিখা এমন ওপরের দিকে থাকবে না। এদিকে অনেকে আবার ভাবছেন এটি উল্কাপাত। কিন্তু সেক্ষেত্রেও আগুনের ‘লেজ’ থাকবে। এমন ওপরের দিকে লাইটের মতো ছবি দেখা যাবে না। তাহলে এই আলোর উৎস কী? ব্যতিক্রমী চিন্তা করে কেউ আবার ‘এলিয়েন’ বা ‘ইউএফও’ তথ্যও সামনে আনছেন। কিন্তু এখনও পর্যন্ত এই আলো সম্পর্কে সঠিক কোনও ব্যাখ্যাই মেলেনি।