আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে।  

প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে।

যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।

তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে।

দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে, পাখায় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে কোনও নথি পুড়েছে বা ক্ষতি হয়েছে বলে খবর নেই।

কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। একই সঙ্গে অনেক কম্পিউটারও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। দমকল জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মহাকরণ বা রাইটার্স বিল্ডিং ছেড়ে অধিকাংশ সরকারি দফতর স্থানান্তর করা হয় নবান্নে। তবে কিছু দফতরের কাজ এখনও এই পুরনো লালবাড়ি থেকেই পরিচালিত হয়।