বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের সিবিআই হানা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে।
এদিন পাটুলি টাউনশিপ এলাকায় বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে পৌঁছে যায় গোয়েন্দা দল। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাতেই সিবিআই পৌঁছেছেন বাপ্পাদিত্যর বাড়িতে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই সিবিআইয়ের আতসকাঁচের নীচে ছিলেন এই তৃণমূল কাউন্সিলর।
পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য শিক্ষা দফতরের নিয়োগের ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরিতে প্রভাব খাটিয়েছেন কিনা এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।