বলরামপুর এলাকায় পরিচিতের বাড়িতে ঘুড়তে এসে নিউ ব্যারাকপুর এলাকার ব্যাবসায়ীর অপহরণ ও ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণের অভিযোগ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধারের পাশাপাশি উদ্ধার হলো ১ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা।বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অপহৃত ব্যাবসায়ীর পরিবারের হাতে ওই টাকা তুলে দেয় তুফানগঞ্জ থানার পুলিশ।প্রসঙ্গত নিউ ব্যারাকপুরের ব্যাবসায়ি সমর পাল গত ২ রা নভেম্বর কোচবিহারে পৌঁছে বলরামপুর এলাকায় পরিচিত ননী বর্মনের বাড়িতে যান।পরের দিন সেখান থেকে স্থানীয় রণজিৎ দাসের বাড়ি ঘুড়তে গেলে সেখান থেকে ব্যাবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ।ধারালো অস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ী কে অপহরণ করে মুক্তিপণ ১০ লক্ষ টাকা দাবী করে অপহরণকারীরা। না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।পরিবারের লোকজন ভয়ে অপহরণ কারীদের দেওয়া একাউন্টে ৩ লক্ষ টাকা পাঠিয়ে দেয়।এর পর পরিবারের লোকজন তুফানগঞ্জ থানায় গত ৫ ই নভেম্বর অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ বলরামপুর এলাকার ননী বর্মনকে গ্রেফতার করে। এরপর ছয় নভেম্বর রাতে তুফানগঞ্জ থানার পুলিশের অক্লান্ত পরিশ্রমে সমর পালকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয় এবং এক লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার হয় বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তুফানগঞ্জ থানার পুলিশ ।সেই টাকা বৃহস্পতিবার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল তুফানগঞ্জ থানার পুলিশ ।পরিবারের হাতে টাকা তুলে দেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক জ্যাম ইয়াং জিম্বা ,থানার ভারপ্রাপ্ত ওসি নকুল রায় সহ অন্যান্যরা। গোটা ঘটনায় তুফানগঞ্জ থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনা তুফানগঞ্জ থানার পুলিশের বিরাট বড় সাফল্য মনে করা হচ্ছে
Related Posts
কামতেস্বরী সেতু থেকে সিঙ্গীমারী নদীতে ঝাঁপ এক কিশোরীর
কামতেস্বরী সেতু থেকে সিঙ্গীমারী নদীতে ঝাঁপ এক কিশোরীর, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। সিতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বছর চব্বিশের এক কিশোরী বহুদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের তরফে জানানো হয়…
দিনহাটায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
কিসামত দশগ্রামের বর্ষীয়ান দুই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।একদা উদয়ন গুহর ছায়াসঙ্গী হয়ে কাজ করতেন ফরওয়ার্ড ব্লকের এই বর্ষীয়ান দুই…
কোচবিহারের বুকে প্রথম মূকাভিনয়ে জাতীয় স্কলারশিপ পেলেন স্বাগত
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সেন্টার ফর কালচারাল রিসোর্স এন্ড ট্রেনিং বিভাগ থেকে ২০২১-২২ সালে মূকাভিনয় বিষয়ে সিনিয়র ফেলোশিপ সন্মানের জন্য মনোনীত হয়েছেন কোচবিহারের মূকাভিনয় শিল্পী স্বাগত পাল। কোচবিহার জেলায় মূকাভিনয় চর্চায় স্বাগত পালই প্রথম শিল্পী জিনি এই ফেলোশিপ পেলেন। উল্লেখ…