শিক্ষা দানের অঙ্গ হিসেবে ছাত্রদের সাথে প্রকৃতি ও বণ্যপ্রাণীদের পরিচয় ঘটাতে নেতাজী উচ্চ বিদ্যালয়ের একদিনের সাফারি। নেতাজী উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় পরিচালন সমিতির যৌথ উদ্দ্যোগে ৩০ জন ছাত্রকে প্রকৃতি পাঠের অঙ্গ হিসেবে আজ বেঙ্গল সাফারি পার্কে ভ্রমণে নিয়ে যাওয়া হয়। এদিনের এই ভ্রমণে উপস্থিত ছিলেন এই স্কুলের প্রাক্তন ছাত্র তথা শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি নেতাজী উচ্চ বিদ্যালয়ের পতাকা নাড়িয়ে যাত্রার সুচনা করেন। প্রকৃতি পাঠের পাশাপাশি নানান জীবজন্তুর সঙ্গে ছাত্ররা মিলিত হবে দেখে ছাত্রদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
এই যাত্রা সমন্ধে নেতাজী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী, প্রধান শিক্ষক রাজীব ঘোষ বক্তব্য জানাতে গিয়ে বলেন, ছাত্রদের এই ভ্রমণ পাঠ্য বই পঠন পাঠনের পাশাপাশি প্রকৃতির নানান বৈচিত্র্য সমন্ধে অবগত হবে। তাদের স্কুলের উদ্দ্যোগে এর আগে গজলডোবা ও বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার আবার ছাত্রদের বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও তাদের বক্তব্য এই ভ্রমণে দুটি উদ্দেশ্য এই স্কুলে বেশিরভাগ পিছিয়ে পড়া অঞ্চলের ছাত্র-ছাত্রীরা পড়তে আসেন। তাদের জীবণ যাত্রায় এই সাফারি অনেক মহত্ত্ব রাখে। জীবজন্তুর সঙ্গে অবগত হবার সঙ্গে সঙ্গে জীবনের কিছুটা সময় আনন্দ উপভোগের সাথে কাঁটাতে পারে এই লক্ষ্যে তাদের উদ্দ্যোগ।