টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফেল। পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়ারা। কিছু অভিভাবকেরাও দাবি তুললেন প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানোর। যাতে করে পড়ুয়ারা বোর্ড পরীক্ষার বসতে পারে।

শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে। এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক। সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে। অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে। কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না। এদিনের পড়ুয়াদের সঙ্গে আসা কিছু অভিভাবকদের দাবি প্রত্যেককে পাশ করাতে হবে। আবার কিছু অভিভাবক স্কুলের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন।