দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা হাঁটলেন কড়া পথে। পঞ্চায়েত নির্বাচনের সময় দেওয়া পেট্রোলের দাম মেটানোর দাবিতে আন্দোলন শুরু করলেন পেট্রোল পাম্প মালিকেরা।
এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের জন্য ৭৫ শতাংশ পেট্রোলের দাম আগাম হিসেবে চাইলেন। সংগঠনের প্রধান জানিয়েছেন, বকেয়া টাকা মেটানোর জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে সরকারের সাথে।
ডিলার সংগঠনের প্রধানের দাবি সরকারের থেকে বকেয়া টাকা না মেলায় ২৫ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ডিলাররা দাবি করেছেন, ‘পাম্প বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য নয়। এই প্রতিবাদের পর কী জবাব পাওয়া যায়, তার দিকে তাকিয়ে আমরা। এরপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’