শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরু মানেই এবার পালা গঙ্গাসাগর মেলার। আর কিছুদিন পরই মেলা। জানুয়ারি মাসে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হবেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে। গঙ্গাসাগর সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে রাজ্যের মন্ত্রী থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৈঠকে করেন।
মেলায় আগত মানুষদের নিরাপত্তা জনিত ব্যবস্থা, পুণ্যার্থীদের দেখভাল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। পুণ্যস্নান হবে ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত। এ বছর প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হবে। মেলা উপলক্ষে ২২৫০টি বাস, ৬৬টি অতিরিক্ত ট্রেন চলবে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। এছাড়াও আপৎকালীন অবস্থায় জন্য থাকবে অ্যাম্বুলেন্স। ১১৫০ সিসিটিভির নজরদারি থাকবে এই কদিন। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হবে জনযানের উপর। থাকবে স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবস্থা।