শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২ফেব্রুয়ারি।
অন্যদিকে সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি কান্ডে বহু শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করা হয়েছে। তাই আগে থেকেই পর্ষদ নিশ্চিত করতে চাইছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও শিক্ষা কর্মীর উপস্থিতি।
এই সংক্রান্ত নজরদারির জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি জেলায় বিশেষ টিম তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি জেলার রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে পর্ষদের কাছে জমা দেবে এই টিম। পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।