নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম নিয়ে কড়া পদক্ষেপ আদালতের।
ভোটের আগেই উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। প্রশ্ন উঠেছিল, উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এবার বিচারপতি অমৃতা সিনহা, ওই বিডিওকে করার নির্দেশ দিলেন।
উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ দিয়ে দেওয়া হয়। বিচারপতি সিনহার এজলাসে এই মামলা উঠলে শুনানি শেষে বিচারপতি সিনহা উলবেড়িয়ার বিডিওকে নির্বাসনে পাঠাবার নির্দেশ দেন।