কড়া নির্দেশ, বন্ধ হলো মেট্রোর কাজ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। বিগত কয়েক বছর ধরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একাধিক নির্মাণ করেছে মেট্রো। তবে এবার আর কোনও নতুন নির্মাণ করা যাবেনা, এমনকি অবিলম্বে সমস্ত নির্মাণ বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই মেট্রো প্রকল্পের জন্য একাধিক নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল পার্ক এরিয়ায়। যার বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানিয়েছে, পার্কে মোট কত জায়গা আছে, তার মধ্যে ক’টি বাড়ি আছে এবং কত ফাঁকা জায়গা আছে, সে ব্যাপারে বিধাননগরের পুর কমিশনার রিপোর্ট জমা করবেন।

উল্লেখ্য, গোটা সল্টলেকের মাঝে একটুকরো সবুজ ফুসফুস হিসেবেই পরিচিত ছিল সেন্ট্রাল পার্ক। তবে মেট্রো প্রকল্প শুরু হতেই কাটতে হয়েছিল বহু গাছ। সেই মামলা গিয়ে পৌঁছেছে কলকাতা হাইকোর্ট অবধি। আপাতত তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত।