সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল শিয়ালদহ আদালত।
জানা যাচ্ছে, আদালতে সন্দীপ -অভিজিতের আইনজীবী বলেন, এখনও অবধি ধর্ষণ কিংবা খুনে সরাসরি তাঁদের মক্কেলের সংযোগ পাওয়া যায়নি। তবে আদালত নির্দেশনামায় জানায়, ‘এই ধরণের গুরুতর মামলা যদি প্রমাণিত হয়, মৃত্যুদণ্ড অবধি হতে পারে। বিরলতম ঘটনা বলে প্রমাণিত হলে, তা অবিচার করা হবে’।
সেই সঙ্গেই সিবিআইয়ের তরফ থেকে যে রুদ্ধদ্বার শুনানির আবেদন করা হয়েছিল, সেটাও মঞ্জুর করেনি আদালত। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, মামলার সকল তথ্য বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই এই মামলায় রুদ্ধদ্বার শুনানি করা হোক। আদালত জানায়, আরজি কর মামলার স্পষ্টতা, স্বচ্ছতা, শুদ্ধতা এবং বিচার বিভাগের মর্যাদা বজায় রাখার জন্য খোলা আদালতে শুনানি হওয়া প্রয়োজন।