নিয়োগ নিয়ে কড়া নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দীর্ঘ ১৪ বছর কেটে গেলেও নিয়োগ হলো না মাদ্রাসার উত্তীর্ণ পরীক্ষার্থীদের।

পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই ২০১০ সালে। সেসময় জানানো হয়েছিল ওই পরীক্ষা থেকে উত্তীর্ণ ৩ হাজার কর্মীদের নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘ ১৪ বছর কেটে গেলেও মাদ্রাসার পরীক্ষায় উত্তীর্ণ সেই শূন্য পদে নিয়োগ না হওয়ায় মামলা উঠেছিল আদালতে। সেই মামলার রায়েই হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য।

এদিন বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর কোন কথা শুনবেন না। কিংবা অতিরিক্ত আর কোন সময়ও দেবেন না রাজ্যকে। আগামী তিন মাসের মধ্যেই ওই তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে।