বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এরপর ইডির আর্জি মেনে দ্বিতীয়বার জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তড়িঘড়ি কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় জ্যোতিপ্ৰিয় ওরফে বালুর। আদালতে সেই মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছে ইডি।
রিপোর্টে দেখা গিয়েছে, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন জ্যোতিপ্রিয়। পাশাপাশি এসএসকেএমের রিপোর্টের সঙ্গে কমান্ড হাসপাতালের রিপোর্টের অনেক ফারাকও আছে। যা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, এ ভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিন পাবেন না অভিযুক্ত।