কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার। পাশাপাশি রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতেই স্বনির্ভর গোষ্ঠীর কাজের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের বিরাট সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার।

তবে এবার এই স্বনির্ভর গোষ্ঠীর কাজের লক্ষ্যমাত্রা দেখে বেজায় ক্ষুব্ধ নবান্নের শীর্ষমহল। চলতি অর্থবর্ষের প্রায় সাত মাস অতিক্রান্ত। স্বনির্ভর গোষ্ঠীর কাজের লক্ষ্যমাত্রা যতটা ছিল সেই তুলনায় মাত্র সম্পন্ন হয়েছে মাত্র ২৩.৫১ শতাংশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার জন্যই স্কুল পড়ুয়াদের ইউনিফর্মসহ তৈরি সহ নানা ধরনের কাজে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছিযেন। সেই কাজেই এবার রাজ্যের দশটি জেলার পাশে জুড়েছে ‘পুয়োর পারফরমেন্স’-এর তকমা। বলা হয়েছে দ্রুত কাজের গতি বাড়িয়ে বাকি ৭৬ ৪৯ শতাংশ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিতে হবে।