বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় ১০দিনের মধ্যে ৪২,৯৪৯ প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয়, আগে প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হার্ড-সফট কপি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পাশ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে এদের মধ্যে ৪২,৯৪৯ জন চাকরি পান। তবে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসে।