কড়া নির্দেশ সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প অন্যতম। এবার আরও কড়া রাজ্য।

বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকরা যদি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করতে চান হলে দিতে হবে এনওসি (নো অবজেকসন সার্টিফিকেট)। সরকারি হাসপাতালের চিকিৎসকদের সরকার থেকে এনে এই এনওসি দিতে হবে।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য সাথী স্কিম নিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে। একবার প্রস্তাব অনুমোদন হলেই তা কার্যকর করবে স্বাস্থ্য দফতর। মনে করা হচ্ছে আর জি কর কাণ্ডের জেরেই এবার কড়া হাতে ব্যবস্থা নিতে পারে রাজ্য। এবার উত্তপ্ত আবহে সেই নিয়মই কার্যকর করার পথে রাজ্য!