তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ‘তরুণের স্বপ্ন’। তবে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মুখ পুড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়াও শুরু হয়। তরুণের স্বপ্ন প্রকল্পে দেখা গিয়েছিল পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যকাউন্টে চলে গিয়েছিল। তাই একই জিনিস যাতে আবাস যোজনার ক্ষেত্রেও না হয় তার জন্যই এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। নির্দিষ্ট ওই আইডির ওপর নির্ভর করেই বেরিয়ে আসবে সঠিক পরিচয়।
মূলত শিবির করে এই অ্যকাউন্টের যাচাই হবে। তবে যেসমস্ত উপভোক্তাদের মোবাইলের সঙ্গে তাঁদের আধার লিংকড নেই তাঁদের ক্ষেত্রে বায়োমেট্রিক নেওয়া হবে। এর জন্য উপভোক্তাদের গুরুত্বপূর্ণ নথি হিসাবে পাস বইয়ের জেরক্স ও ক্যানসেল চেক জমা দিতে হবে।