কড়া নির্দেশ, মাথা গোজার ঠাই পাবে সবাই

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। এবার বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের। ভূমিহীন আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্যদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

ইতিমধ্যেই বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশও দিয়েছেন। ভূমিহীনরা যাতে মাথার উপর ছাদ পায় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় একাধিক প্রকল্পের পাওনা এখনও আটকে রয়েছে। সেই তালিকায় রয়েছে আবাস যোজনাও।

গত প্রায় দু’বছর ধরে এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে। এবারে রাজ্য নিজের কোষাগার থেকেই একশো শতাংশ টাকা দিচ্ছে বাড়ি তৈরি করে দিচ্ছে। বাংলার আবাস যোজনায় যাতে কোনো ভূমিহীন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই রাজ্যের এই পদক্ষেপ।