একাধিকবার বারণ সত্ত্বেও মানা হচ্ছে না নির্দেশ, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বহু জায়গাতেই জলাজমি বুজিয়ে বহুতল বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে একাধিকবার। অভিযোগ সরকারি নোটিশ পাওয়ার পরেও একাধিক জায়গায় দেদার চলছে অবৈধ নির্মাণের কাজ।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান টক টু মেয়র। সম্প্রতি এই অনুষ্ঠানেই তাঁর কাছে এই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। যা শোনামাত্রই বেজায় ক্ষুব্ধ হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এক্ষেত্রে পুরসভার কর্মীদেরও একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। তাই এবার পুরসভার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনি নির্মাণ নিয়ে কোনো পদক্ষেপ না করা হলে কিংবা এক্ষেত্রে কোনও কর্মীর গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা পুরসভার কমিশনার একটি নির্দেশ জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেআইনি নির্মাণ সংক্রান্ত কোনও অভিযোগ নিয়ে যদি ব্যবস্থা না নেওয়া হয় কিংবা নির্দেশ না মেনে তারপরেও যদি নির্মাণ কাজ চালু থাকে, তাহলে সংশ্লিষ্ট সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।