লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সম্প্রতি রাজ্যে নবজোয়ার কর্মসূচীতে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। সিআইডির একটি টিম ঝাড়গ্রাম গিয়েছে।
এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিন্হা জানান, “কনভয়ে হামলার ঘটনার তদন্তের দায়িত্বভার সিআইডি নিয়েছে।” তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডোর ওপর হামলার ঘটনায় কুড়মি সমাজ সংগঠনের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো সহ ৮ কুড়মী নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অভিযুক্তদের রবিবারই আদালতে পেশ করা হয়।
অন্যদিকে গতকাল রাতে নিশিকান্ত মাহাতো নামে আরও একজনকে আটক করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিল কুড়মি সম্প্রদায়ের লোকেরা। সেই সময় অভিষেকের কনভয় গড় শালবনি এলাকায় যাওয়ার পথে বিক্ষোভ বাড়ে। অন্যদিকে, অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পর কনভয়ে থাকা আদিবাসী নেত্রী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে।